Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জনপ্রিয় ৪টি অ্যাপ

ইউটিউব ভিডিও ডাউনলোড করার অ্যাপস খুঁজছেন? তাহলে পোস্টটি আপনার জন্য। কারন এই পোস্টে ভিডিও মেমোরিতে সেভ করার ৪টি জনপ্রিয় অ্যাপস নিয়ে আলোচনা করা হয়েছে। এই অ্যাপগুলো অনেক জনপ্রিয়। এগুলোর ব্যবহারও অনেক সহজ।

ইউটিউব-ভিডিও-ডাউনলোডার-অ্যাপস

বর্তমান সময়ে ইউটিউব হলো অনেক জনপ্রিয় একটি মাধ্যম। যেখানে রয়েছে নানা রকম ভিডিও এর বিপুল সমাহার। ইউটিউবে পাওয়া যায় না এমন ভিডিও খুব কমই আছে। তাই আমরা কোন গান, নাটক, মুভি বা দরকারি ভিডিও এরর জন্য ইউটিউবে যায়। ইউটিউবে ভিডিও প্লে করে দেখতে হয়। কিন্তু এসব ভিডিও আপনি মেমোরিতে সেভ করে রাখার জন্য সরাসরি ডাউনলোড করার কোন অপশন পাবেন না। যার কারণে কেউ যদি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চাই তাহলে তাকে হয়তো অনলাইনে কোন সাইট অথবা কোন অ্যাপস ব্যবহার করে তা করতে হয়। আমি আপনাকে আজকে দেখাবো কিভাবে আপনি অ্যাপ ব্যবহার করে ইউটিউব এর ভিডিও ডাউনলোড করবেন।

ইউটিউব থেকে ভিডিও সেভ করার সাধারণত দুটি উপায় আছে। একটি হলো অনলাইনে। এবং অন্যটি হলো অ্যাপস এর মাধ্যমে। অনলাইন বলতে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ ছাড়া ইউটিউব ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। এই বিষয়ে আমার একটি পোষ্ট আছে। আপনি চাইলে পোস্টটি দেখে নিতে পারেন। আমি ওই পোস্টে দারুন কিছু ওয়েবসাইট শেয়ার করেছি। যেখান থেকে আপনি খুব সহজে ইউটিউবের ভিডিও সেভ করে নিতে পারবেন।

কিন্তু আজকে আমার এই পোস্টে দেখাব কিভাবে আপনি অ্যাপস ব্যবহার করে ইউটিউব থেকে ভিডিও সেভ করবেন। ইউটিউব ভিডিও সেভ করার জন্য বিভিন্ন অ্যাপ রয়েছে। বিভিন্ন সমস্যা ও সুবিধা বিবেচনা করে আমি এখানে দারুন কয়েকটি অ্যাপসের কথা উল্লেখ করব। যে এপসগুলো আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন সুবিধা সহ। তাহলে নিচে দেখুন অ্যাপস গুলো সম্পর্কে।

১. ভিডমেট


প্রথমে আমি যে অ্যাপটির কথা বলবো তার নাম হলো ভিটমেট। এটি অনেক জনপ্রিয় একটি অ্যাপস। আপনি হয়তো এই অ্যাপস এর নাম শুনে থাকবেন। এই অ্যাপস দিয়ে খুব সহজে আপনি ইউটিউব থেকে ভিডিও সেভ করতে পারেন। তবে একটা সমস্যা হচ্ছে এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে পাবেন না। গুগলের সাথে তাদের নীতিমালার মিল না থাকার কারণে এই অ্যাপসটি প্লে স্টোরে পাওয়া যায় না। তবে চিন্তার কোন কারণ নেই। আপনি গুগলে ভিডমেট অ্যাপ লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন।

এরপর যেকোন একটি সাইট থেকে এটি ইনস্টল করে নিন। অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনি এটি ওপেন করবেন। ওপেন করলে অ্যাপটির ইন্টারফেস দেখতে পাবেন। এখানে উপরে খেয়াল করুন একটি এড্রেস বার দেওয়া আছে। এই এড্রেসবারে চাইলে আপনি ইউটিউব এর এড্রেস টি লিখে দিতে পারেন। এরপর ইউটিউবে যেতে পারেন। অথবা নিচে সাইটস একটি অপশন আছে ওটাতে ক্লিক করুন। এখানে ইউটিউবে লিংক দেয়া আছে। এভাবে আপনি ইউটিউবে ঢুকবেন। এরপর আপনি আপনার পছন্দের ভিডিওটি সিলেক্ট করে নিন। তারপর এই ভিডিওতে যান। ভিডিওটিতে ঢোকার পর দেখবেন লাল একটি ডাউনলোড আইকন দেখাচ্ছে। এই আইকনে ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপস এর একটি সুবিধা হল এই অ্যাপস এর মাধ্যমে আপনি আরও অন্যান্য ওয়েবসাইটে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

২. ভিডিওডার


আমি এখন যে অ্যাপস এর কথা বলব তার নাম হলো ভিডিওডার। এটি অনেক দারুন একটি অ্যাপস। অ্যাপস এর সাহায্যে আপনি খুব সহজে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। গুগলে Videoder লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন।

তারপর এটি ডাউনলোড করে নিন। এরপর এটি ওপেন করুন। এখানে আপনি উপরে এড্রেসবারে ইউটিউব এর এড্রেস লিখে ইউটিউব এ ঢুকতে পারবেন। অথবা ইউটিউব এর আইকনে ক্লিক করে সরাসরি ইউটিউবে যেতে পারবেন। তারপর আপনি যে ভিডিও গানটি ডাউনলোড করতে চান সেটি ওপেন করুন। ভিডিওটি ওপেন করার সাথে সাথে নিচে ভিডিওটি বিভিন্ন ফরম্যাটে দেখাবে। এবার আপনি এখান থেকে আপনার পছন্দের ফরম্যাট অনুযায়ী ভিডিও ডাউনলোড করে নিন। এই অ্যাপস এর একটি সুবিধা হলো এখানে সবগুলো ফরম্যাট একসাথে দিয়ে দেয়। আপনি শুধু পছন্দের ফরমেট বাছাই করে নিবেন।

৩. টিউবমেট


আমি এখন যে অ্যাপস এর কথা বলব তার নাম টিউবমেট। এটি ভিটমেট এর মতই। এটিও অনেক জনপ্রিয় একটি অ্যাপস। আপনি হয়তো এটির নাম শুনে থাকবেন। গুগলে সার্চ করে অ্যাপসটি ডাউনলোড করে নিবেন। এরপর অ্যাপসটি ইন্সটল করে নিবেন।

ইনস্টল করার পর এটি ওপেন করুন। ওপেন হয়ে গেলে অ্যাপটির ইন্টারফেস দেখতে পাবেন। এরপর এখান থেকে ইউটিউব এ যান। তারপর আপনার পছন্দের গানটির সিলেক্ট করুন। আপনার পছন্দের ভিডিওটি ওপেন করলে একটি লাল ডাউনলোড বাটন দেখতে পাবেন। এরপর এই বাটনে ক্লিক করুন। এই বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটি বিভিন্ন ফরম্যাট দেখাবে। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটি ফরম্যাট সিলেক্ট করে ভিডিওটি ডাউনলোড করে নিন।

৪. স্ন্যাপটিউব


আমি এখন যে অ্যাপসটির নাম বলবো তার নাম হলো স্নাপটিউব। এটি দারুন একটি অ্যাপস। গুগলে এই নামটি লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন। এখান থেকে অ্যাপস টি ডাউনলোড করে নিন। তারপর অ্যাপস টি ইনস্টল করে নিন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এটি ওপেন করুন।

এখান থেকে ইউটিউব এ যান। এবার ইউটিউব থেকে আপনার পছন্দের ভিডিওটি সিলেক্ট করে ওপেন করুন। ভিডিওটি ওপেন করলে দেখবেন হলুদ একটি ডাউনলোড বাটন দেখাচ্ছে। আপনি এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাকে ভিডিওটি বিভিন্ন ফরম্যাট দেখাবে। এবার আপনি আপনার পছন্দের ফরম্যাট অনুযায়ী ভিডিওটি ডাউনলোড করে নিন।

এভাবেই আপনি পারবেন খুব সহজে যে কোন অ্যাপস ব্যবহার করে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে। অ্যাপস এর মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোড করার একটি সুবিধা হল আপনি সবসময় এই অ্যাপস গুলো দিয়ে সহজেই ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। পোস্টটি ভালো লাগলে  সবার সাথে শেয়ার করতে ভুুুুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ